যশোরের কেশবপুর থানা পুলিশ ভোর আনুমানিক ৩:৪৫মিনিটে একটি লাশ উদ্ধার করেন। কেশবপুরের সদর ৬নং ইউনিয়নের দোরমুটিয়া গ্রামের শাহীনের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ লাশের নাম মুনিরুজ্জামান মনি (৩৫)। এলাকা সূত্রে জানা গেছে সে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী।
কেশবপুর থানার এসআই ফজলে রাব্বী জানান, গভীর রাতে গুলাগুলির শব্দ শুনে এলাকার লোকজন থানায় ফোন করেন। সেই সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গুলিবিদ্ধ মুনিরুজ্জামানের লাশ ও একটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করে। এস আই ফজলে রাব্বী বলেন মুনিরুজ্জামান এর বিরুদ্ধে কেশবপুর থানায় ১৫ টি মাদক মামলা ও মোবাইল কোর্ট এর ২ টি মামলা আছে। তার বাড়ি কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে তার পিতার নাম জামাল উদ্দিন গাজী। পরে তাকে উদ্ধার করে কেশবপুর থানা আনা হয়। এটি দুই দল মাদক ব্যবসায়ীদের টাকা ভাগাভাগিকে গুলাগুলির ঘটনা ঘটেছে, লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে বলে জানান কেশবপুর থানা পুলিশ