যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের চাঁদড়া গ্রামের দত্ত পাড়ার সাধন দত্তকে (৫৫) স্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানান।গভীর রাতে কে বা কারা তাঁকে নিজ বাড়িতে হত্যা করে চলে যায়। কেশবপুর থানার ওসি জানান, লাশের মুখমন্ডল ও মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে এবং হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, সাধন দত্ত হত্যার কোন ক্লু পাওয়া যায়নি। তদন্ত চলছে। দু’টি লাশই ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে