নিজস্ব সংবাদদাতা:
দ্বিতীয় দিনের মত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পানি কমেছে। পানি কমলেও তা এখনো বিপদ সীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে ৫.৬৩ সেন্টিমিটার লেভেলে শীতলক্ষ্যার পানি প্রবাহিত হচ্ছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদনদীর পরিস্থিতির উপর প্রকাশিত বুলেটিন থেকে এই তথ্য জানা যায়। শুক্রবার শীতলক্ষ্যার পয়েন্টে পানির লেভেল ছিলো ৫.৭৬ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় পানি কমেছে ১৩ সেন্টিমিটার। বর্তমান শীতলক্ষ্যার পানি লেভেল ৫.৬৩ সেন্টিমিটার। যা বিপদ সীমার ১৩ সেন্টিমিটার উপরে। এদিকে বন্যা পরিস্থিতি পূর্বাভাসে বলা হয়েছে, নারায়ণগঞ্জে বন্যার আশঙ্কা আর নেই। পানি আরো কমবে বলেও জানানো হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।