নিজস্ব সংবাদদাতা:
লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে দশ হাজার বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচীর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) নগরীর ভিসতা রেস্টুরেন্টে লায়ন্স ক্লাবের মাসিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের গার্ডিয়ান লায়ন মোহাম্মদ নিজামুল হক জোন চেয়ারপার্সন ক্লাবস, ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, পরে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের চার্টার্ট প্রেসিডেন্ট লায়ন আশরাফুজ্জামান হিরাশিকো বক্তব্য রাখেন, এসময় মাসিক সভা সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের সেক্রেটারী লায়ন মো. হাবিবুর রহমান। সভা চলা সময়ে ক্লাবের আয়ব্যায় হিসেব সদস্যদের উদ্দেশ্যে তুলে ধরেন লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের ট্রেজারার লায়ন শাহ মো: মোরসালিন, এ সময় তাকে সহযোগিতা করেন ক্লাবের সহকারী ট্রেজারার লায়ন মাসুদুর রহমান। এসময় সভায় উপস্থিথ ছিলেন লায়ন মোহাম্মদ আনোয়ার হোসেন সাগর, লায়ন ডা.খাদিজা রহমান, লায়ন নাদিয়া আফরোজ, লায়ন রাহেলা সিদ্দিক, লায়ন মোঃ আরাফাত আলম, লায়ন মো. সাইফুল আলম, লায়ন মোহাম্মদ মুনতাছির আসিফ, লায়ন মো. কবির উদ্দিন দেওয়ান, লায়ন জুবায়ের উল হক, লায়ন মীর রেহান ইমতিয়াজ, লায়ন মো: সাজেদুর রহমান সুমন, লায়ন জাকারিয়া আহমেদ, লায়ন শামসুল আরেফিন, লায়ন মো. ফয়সাল আজিজ, লায়ন সুমন চন্দ্র গোপ, লায়ন রাকিব উল হাসান, লায়ন মাসুদুর রহমান, লায়ন আরেফিন রনি প্রমুখ। এসময় সভায় আগামীতে ক্লাবের উদ্যোগে দশ হাজার চারা গাছ রোপন, ক্লাবের উদ্যোগে অসহায় নারীর চক্ষু অপারেশন সহ বিনামূল্যে স্বাস্থ্য সেবা সহ ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। সভা শেষে লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের চার্টার্ট প্রেসিডেন্ট লায়ন আশরাফুজ্জামান হিরাশিকোর জন্মদিন উপলক্ষে ক্লাবের সদস্যরা কেক কেটে তাকে জন্মদিন শুভেচ্ছা অভিনন্দন জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।