বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা ও মাস্ক পরিধান না করায় ৬ মামলার বিপরীতে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মদনগঞ্জ ও নবীগঞ্জ বাজারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ইউএনও শুক্লা সরকার বলেন, ‘আজকের অভিযানটি আমাদের নিয়মিত অভিযানগুলোর মধ্যে একটি। আজ আমরা মদনগঞ্জ ও নবীগঞ্জ বাজারের চালের আড়তগুলোতে অভিযান পরিচালনা করি। এ সময় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৪ প্রতিষ্ঠানকে এবং মাস্ক ব্যবহার না করায় ২ জনকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।