নিজস্ব সংবাদদাতা:
২০০৪ সালের ২১শে আগস্টে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। শুক্রবার (২১ আগস্ট) সকালে নগরীর ২ নম্বর রেল গেইটে অবস্থিত দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ, দপ্তর সম্পাদক এমএ রাসেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল হুদা, উপপ্রচার সম্পাদক নাসির হোসেন প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।