যশোরের কেশবপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরের বিএনপি কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে মাওলানা শরীফ দোয়া পরিচালনা করেন। উক্ত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলা, সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, কেশবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান লাভলু, এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু নাইম, যুুবনেতা জাহাঙ্গীর কবির মিন্টু, যুবনেতা গোলাম মোস্তফা, যুবনেতা মঞ্জুরুল আলম মঞ্জুর, যুবনেতা রিপন, যুবনেতা ইয়াসিন, ছাত্রদলের নেতা মাসুম, ইকরাম সোহান, রাসেল, সুমন সুজন প্রমুখ। বক্তব্যকালে বক্তারা শফিউল বারী বাবু, বিএনপি নেতা তরিকুল ইসলাম, আবু বক্কর আবু ও কেশবপুরের যুবনেতা আব্দুল গনি বিশ্বাসের জন্য দোয়া করেন।এসময়ে কেশবপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় বক্তরা তাকে অভিনন্দন জানান। এছাড়াও করোনাকালে করোনা আক্রান্ত সকল ব্যাক্তি বিশেষ করে কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হোসেন আজাদ ও বিএনপি নেতা বাচ্চুর জন্য দোয়া করেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।