নিজস্ব সংবাদদাতা:
ফুলবাড়ী দিবস উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফুলবাড়ীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী বুধবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় ফুলবাড়ীর শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ফুলবাড়ীর ও এর পার্শবর্তী অঞ্চলের মানুষ ২০০৬ সালে আন্দোলন গড়ে তুলেছিল। এ কয়লা খনির কারণে বাস্তুভিটা থেকে উচ্ছেদ হওয়া লাখ জনতার আন্দোলন ২০০৬ সালের ২৬ আগষ্ট বিস্ফোরিত হয়। তৎকালীন সরকার এ গণআন্দোলনকে প্রতিহত করতে পুলিশ ও বিডিআর দিয়ে নিরীহ জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়ে তরিকুল, সালেকিন, আল আমিন সহ ছয় জনকে হত্যা করেছিল। এর পরথেকে ২৬ আগষ্ট সারা দেশে ফুলবাড়ী দিবস হিসেবে পালিত হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।