Logo
HEL [tta_listen_btn]

বুধবার ফুলবাড়িয়া দিবসে জাতীয় কমিটির সমাবেশ

বুধবার ফুলবাড়িয়া দিবসে জাতীয় কমিটির সমাবেশ

নিজস্ব সংবাদদাতা:
ফুলবাড়ী দিবস উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফুলবাড়ীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী বুধবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় ফুলবাড়ীর শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ফুলবাড়ীর ও এর পার্শবর্তী অঞ্চলের মানুষ ২০০৬ সালে আন্দোলন গড়ে তুলেছিল। এ কয়লা খনির কারণে বাস্তুভিটা থেকে উচ্ছেদ হওয়া লাখ জনতার আন্দোলন ২০০৬ সালের ২৬ আগষ্ট বিস্ফোরিত হয়। তৎকালীন সরকার এ গণআন্দোলনকে প্রতিহত করতে পুলিশ ও বিডিআর দিয়ে নিরীহ জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়ে তরিকুল, সালেকিন, আল আমিন সহ ছয় জনকে হত্যা করেছিল। এর পরথেকে ২৬ আগষ্ট সারা দেশে ফুলবাড়ী দিবস হিসেবে পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com