নিজস্ব সংবাদদাতা:
স্কুলছাত্রী জিসা মনি অপহরন মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন এবং এক আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে রিমান্ড ও জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত উভয় আবেদন নামঞ্জুর করেন। তবে তিন আসামির দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন গ্রহণ করে নথিভুক্ত করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী এড রোকন উদ্দিন বলেন, প্রথম ও দ্বিতীয় আসামি আব্দুল্লাহ ও রকিবের জামিন আবেদন করা হয়। পাশাপাশি পুলিশ জিসা মনির স্বামী ইকবাল পন্ডিতের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদলত উভয় আবেদন নামঞ্জুর করেন। তিনি বলেন, আমরা তিন আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছি। আদালত তা গ্রহণ করে নথিভুক্ত করেছেন। আগামীতে আমরা জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের জামিন আবেদন করবো।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।