Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে আরও ১১ জনের  করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে আরও ১১ জনের  করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ৩৭০ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৩৩ জন। সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশনে ৭ জন, সদরে ১ জন, বন্দরে ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও রূপগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭০ জন ও আক্রান্ত ২ হাজার ২৫০ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৪ জন ও আক্রান্ত ১ হাজার ৪৬৪ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৬৯ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৮৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৬৩ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১১ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৭ হাজার ৯৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৯ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৬ হাজার ১৯ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৯৫ জন, সদর উপজেলার ১ হাজার ৩৯৬ জন, রূপগঞ্জের ১ হাজার ১৮৮ জন, আড়াইহাজারের ৫৬৪ জন, বন্দরের ২৫৩ ও সোনারগাঁয়ের ৫২৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com