সোনারগাঁয় সংবাদদাতা:
সোনারগাঁয়ে ৯১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১৫০ কেজি পিপি দানা উদ্ধারসহ পলিথিন উৎপাদনের অপরাধে সাফায়েত এন্টারপ্রাইজ নামে একটি পলিথিন ফ্যাক্টরি সীলগালা করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩১ আগস্ট) সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁও এলাকায় দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত র্যাব-১১ এই অভিযান পরিচালনা করে। র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, সাফায়েত এন্টারপ্রাইজ সরকারি আইন লঙ্ঘন করে দীর্ঘদিন যাবৎ সোনারগাঁয়ের মঙ্গলেরগাও এলাকায় একটি ফ্যাক্টরি ভাড়া নিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিল। এই নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।