অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ী ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গতকাল শনিবার সকাল ১১ টায় কোভিড-১৯ থেকে সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র উদ্যোগে এপি সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রায়ের সঞ্চালনায় আয়োজিত কোভিড-১৯ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র ম্যানেজার মি. স্বপন সিং। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, প্রচার সম্পাদক আমাদের কন্ঠ প্রতিনিধি আল হেলাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দপ্তর সম্পাদক নবরাজ প্রতিনিধি আল আমিন, কার্যকরী সদস্য নতুন সময় প্রতিনিধি আল মামুন চৌধুরী, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় কোভিড-১৯ এর প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা বাসাবাড়ীতে বন্দী জীবন কাটাতে বাধ্য হচ্ছে। এতে শিশুদের মানসিকতার ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ সময়ে শিশুদের মানসিক চাপ কমাতে এবং তাদেরকে স্বাভাবিক রাখতে সকলকে শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদের মানসিক অবস্থার খোঁজখবর নিতে হবে। তাদেরকে স্বাভাবিক রাখতে কাজ করতে হবে। একই সাথে অভিভাবকদের সাথে যেসব শিশু হাটবাজারে আসা যাওয়া করছে, তাদের অধিকাংশেরই মুখে মাস্ক থাকছে না। এতে শিশুরা চরম ঝুঁকিতে পড়ছে এমন বিষয়গুলো আলোচনায় স্থান পায়। শিশুদের এই ঝুঁকি কমাতে অভিভাবকদের সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহবান জানানো হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।