নিজস্ব সংবাদদাতা:
স্ত্রীকে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জে আশরাফ হোসেন কামাল নামের একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামির অনুপস্থিতিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত কামাল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার তৈয়বপুর গ্রামের মৃত. নুরুল গনির ছেলে এবং হত্যার শিকার গৃহবধূ সানজিদা সাদেক মিয়ার মেয়ে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শিপ্রা মোদক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। শিপ্রা মোদক জানান, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারিতে পারিবারিক কলহের জেরে সোনারগাঁয়ে সানজিদাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী আশরাফ হোসেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে এটাকে আত্মহত্যা বলে প্রচার করে। সানজিদার বাবা সাদেক মিয়াও সেসময় সানজিদা আত্মহত্যা করেছে বলে মতামত দেন। তিনি জানান, পুলিশ সানজিদার মরদেহ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠালে ময়নাতদন্ত রিপোর্টে শ্বাসরোধে হত্যা করার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় সোনারগাঁও থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।