নিজস্ব সংবাদদাতা:
পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের এস আই বাচ্চু লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেন। মারা যাওয়া ব্যক্তি দুইজন হলেন শেখ ফরিদ (২১) ও নজরুল ইসলাম (৫০)। বিস্ফোরণের ঘটনায় শেখ ফরিদের ৯৪ শতাংশ ও নজরুল ইসলামের দেহের ৯৩ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিলো। মারা যাওয়া ব্যক্তিরা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট’র আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন পাঁচজন। মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ৩১ জন হলেন – ইমাম আবদুল মালেক আনসারী (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১), মনির ফরাজি (৩০), ইমরান হোসেন (৩০), হান্নান (৫০), আব্দুস ছাত্তার (৪০), শেখ ফরিদ (২১) ও নজরুল ইসলাম (৫০)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে অগ্নিকান্ড ও বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৩৭ জনকে ঢামেকে নেওয়া হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।