কামরুজ্জামান, ফরিদগঞ্জ (চাঁদপুর) :
জেলার ফরিদগঞ্জ উপজেলায় আঁখি আক্তার (১৭) নামে এক তরুনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। আখির পরিবারের লোকজন জানায়, একই উপজেলার বদিজ্জামালপুর গ্রামের প্রবাসী লাবুর সাথে দীর্ঘদিন যাবৎ মন দেয়া নেয়া সহ গভরি প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু হটাৎ করেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে লাবু সম্পর্কের অবসান ঘটিয়ে মোবাইলে ধারন করা আখির কিছু আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এতে ক্ষেভে, দুঃখে ও লোকলজ্জার ভয়ে বুধবার দুপুরে নিজের ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আখি। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, সংবাদ পেয়ে পুলিশ সন্ধ্যার পর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।