বদলগাছী(নওগাঁ)সংবাদদাতাঃ
নওগাঁর বদলগাছীতে জন গুরুতর পূর্ন কালভার্ট ভেঙ্গে ঝুঁকি পূর্ন ভাবে চলাচল করছে। জানা যায় কোলা ইউনিয়নের ঝাপরি তলা মোড় হইতে কোলা বাজারের গ্রামীন রাস্তাটির কালভার্ট ভেঙ্গে মরণ ফাঁদের পরিনত হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। অথচ এই রাস্তাদিয়ে সাপ্তাহিক শুক্রবারও মঙ্গল হাটেরদিন ঝুঁকি নিয়ে চলে ভ্যান, ভুটভুটি, মটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন যে কোন মহুতে ঘটতেপারে। কোলা ইউনিয়নের ভারপাপ্ত চেয়ারম্যান সাহিনুর ইসলাম(স্বপন)বলেন ঝুঁকি পূর্ন এই কালভার্ট আমি আরো অনেক আগেই ছবি তুলে উপজেলা প্রকৌশলী অফিসে জমা দিয়েছি। এখনো কাজ হয়নি চিন্তা ভাবনা করছি জনসাধারণ চলাচলের জন্য আমি নিজ উদ্যোগে কাজ করব। উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন বরাদ্দ না থাকায় কারণে কাজ করা সম্ভব হয়নি বরাদ্দ আসলে রাস্তা সহ কালভার্টটি মেরামত করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।