Logo
HEL [tta_listen_btn]

বদলগাছীতে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে কিন্ডার গার্টেন স্কুল

বদলগাছীতে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে কিন্ডার গার্টেন স্কুল

বদলগাছী (নওগাঁ)সংবাদদাতাঃ

নওগাঁর বদলগাছীতে সরকারী নির্দেশ করোনা ভাইরাসরে তোক্কা না করে চালিয়ে যাচ্ছে কিন্ডার গার্টেন স্কুল গুলো। মহামারী করোনায় সরকারী ভাবে নিষেধ থাকা সত্বেও কিন্ডার গার্টেনের কচি কাঁচা ছাত্র/ছাত্রী ঝুকি নিয়ে দুরত্ব বজায় না রেখে ক্লাস করানো হচ্ছে। সরকারী নিয়মে অনলাইনে শিক্ষাদানের নির্দেশ দেওয়া হলেও মানছেনা কিন্ডারগার্টেন স্কুলের কর্তৃপক্ষ। খোজ নিয়ে জানা যায় বদলগাছী উপজেলায় মোট ২৫টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে যার মধে ২১ টি স্কুল বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বদলগাছী শাখার এর অন্তর্ভুক্ত। ভান্ডারপুর ও দ্বিপগঞ্জহাট আলফা কেজি স্কুলের সামনের দরজা বন্ধরেখে স্কুলের পিছন দিকে দরজা কেটে প্রসাশনের চক্ষে ফাঁকিদিয়ে করোনার মধে সরকারী নিয়মনিতীকে তোয়াক্কা না করে প্রাইভেট ও স্কুল ক্লাশ চালিয়ে যাচ্ছে। এই দুটি স্কুলের পরিচালক কোলা ইউপির কাজি সফিউল ইসলাম দিপুুর সংঙ্গে স্কুল চালানো বিষয়ে জানতে চায়লে সে বলে আমি স্কুল চালাই প্রসাশনের ও সাংবাদিকদের কি করার আছে করেন। তার অসৌজন্য আচরনের জন্য অন্যান্য স্কুলের পরিচালক বৃন্দ বিবৃত অবস্থার মধ্যে পড়ে। এসময় উপস্থিত কয়েক জন অভিভাবক বলেন স্কুলের পরিচালক দিপু আমাদের কাছে ফোনে বলে স্কুল খোলা হয়েছে আপনারা বাচ্চাদের নিয়ে আসেন তা না হলে বাচ্চারা অনেক পিছিয়ে পড়বে। উপজেলা শাপলা কিন্ডার গার্টেন এর পরিচালক মেহেদী হাসান মিল্টন বলেন সরকারী ভাবে নিদেশ না পাওয়া প্রযন্ত আমি স্কুল খোলবনা যারা খুলছে তাদের প্রতি ব্যবস্ত নেওয়া প্রয়োজন এবং উপজেলা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি। সবির উদ্দিন মেমোরিয়াল স্কুলের পরিচালক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু বলেন সরকারি নির্দেশনা উপেক্ষা করে যারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাস করিতেছে তাদের বিরুদ্ধে প্রসাসনিক ভাবে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। মূলত যে দুটি স্কুল খোলা রেখে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে তার জন্য শিশু শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুকির মধ্যে রয়েছে। এ বিষয়ে বদলগাছী কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর স্ভাপতি মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি সংগঠনের পক্ষ থেকে সকলকে নিষেধ করেছি নিষেধ অমান্য করে সে স্কুল পরিচালনা করছে। আমার এসোসিয়েশনের অন্যান্য স্কুল গুলো ক্ষতির সম্মুখিন হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির বলেন শুধু কিন্ডারগার্টেন নয় কোন শিক্ষাপ্রতিষ্ঠানই খোলার নির্দেশ নেই। বিষয়টি আমি প্রাথমিক শিক্ষা অফিসার কে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান বলেন কিন্ডারগার্টেন স্কুল গুলো দেখার আমার এখতিয়ার এর মধ্যে নেই। কোলা ইউপির দায়িত্বরত সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুর রউফ বলেন সকরারী নিয়ম তোয়াক্কা না করে যদি কেউ স্কুল পরিচালনা করেন প্রমান সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com