বন্দর সংবাদদাতা:
পূর্ব শত্রুতার জের ধরে সালাউদ্দিন ওরফে ভুট্টু (৪৩) নামের তুলা কারখানার এক শ্রমিককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে আহতের অবস্থা অবনতি ঘটতে থাকলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। আহত সালাউদ্দিন ভুট্টু ধামগড় ইউনিয়নের নয়মাটি ভাংতি এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। এ ঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আহতের বড় ভাই জালাল উদ্দিন মিয়া বাদী হয়ে দুপুরে ৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জালাল উদ্দিন অভিযোগ করে জানান, আমার ছোট ভাই তুলার কারখানার শ্রমিক সালাউদ্দিন ওরফে ভুট্টুর সাথে একই এলাকার মৃত মজিদ মেম্বারের সন্ত্রাসী ছেলে শামীমের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে একই এলাকার মগ্মা মিয়ার ছেলে রহিম বাদশার নির্দেশে শামীম ও তার দুই ভাই জাহিদ ও সাহেব মিয়া ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সালাউদ্দিনের উপর হামলা চালায়। ওই সময় হামলাকারিরা সালাউদ্দিনকে বেদম ভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।