নিজস্ব সংবাদদাতা:
মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবারের ক্ষতিপূরণ আদায় ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উত্তর পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জেলা সভাপতি আনোয়ার হোসাইন জিহাদী, মহানগরের সাধারণ সম্পাদক শাহ আলম কাঁচপুরী, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ হাসান আলী, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি শিব্বির আহমাদ প্রমুখ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, তল্লা মসজিদের ঘটে যাওয়া দুর্ঘটনা নারায়ণগঞ্জবাসী তথা সারা দেশের মানুষের নিকট স্মরণীয় হয়ে থাকবে। ক্ষতিগ্রস্থ পরিবারকে অনতিবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।