বিশেষ সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়ির পাশে খোলা একটি স্থানে গাঁজা চাষ করছিলেন দুই সহোদর। শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতরা হলো- স্থানীয় খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া দক্ষিণপাড়া এলাকার মৃত সামছুউদ্দিনের দুই ছেলে গোলাম রসুল (৫৫) ও মোস্তফা (৬০)। এ সময় পুলিশ বড় আকারের দুইটি গাছ উদ্ধার করে। গাছ দুইটি ঝোঁপ প্রজাতির ১৭ ফুট লম্বা বলে জানায় পুলিশ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকাইলমোড়া দক্ষিণপাড়া এলাকা থেকে দুই সহোদরকে আটক করা হয়। এ সময় তাদের বাড়ির পাশে একটি খোলা স্থানে চাষকৃত দুইটি বড় আকারের গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।