মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া প্রতিনিধিঃ
উপজেলা প্রেসকাবের জন্ম কি এ কারেণ? সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি, করোনায় লকডাউনের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগের পর এবার পারিবারিক বিরোধ মিমাংসার নামে প্রতারনা করেমোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নড়াইলের কালিয়ার বিজয় টিভির প্রতিনিধি ও কালিয়া উপজেলা প্রেসকাবের সভাপতি মোঃ সাজিদুল ইসলাম শোভনের বিরুদ্ধে। সে উপজেলার বাগুডাঙ্গা গ্রামের মৃত কওসার উদ্দিনের ছেলে। ওইসব ঘটনায় উপজেলার কালিয়া ও নড়াগাতী থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের হলেও রহস্যজনক কারণে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ প্রতারণার ঘটনায় একজন ভুক্তভুগী দৈনিক ভোরের বানীর সাংবাদিক কামশিয়া গ্রামের শেখ মোঃ জাহিদুর রহমান ইউএনও, কালিয়ার নিকট লিখিত অভিযোগ করলে অভিযোগটি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য নড়াগাতী থানায় প্রেরণ করা হয়েছে। অভিযোগের বিবরণে জানা যায়, সাংবাদিক জাহিদুর রহমানের একটি পারিবারিক সমস্যার সমাধান করার নাম করে তার কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন নামধারী সাংবাদিক সাজিদুল ইসলাম শোভন। কিন্তু দীর্ঘ দিনেও সমস্যার সমাধান না করায় জাহিদ তার কাছ থেকে নেয়া টাকা ফেরৎ চাইলে শোভন তার সাথে দুর্ব্যবহার করাসহ সাংবাদিকতার ভয় দেখাচ্ছে। এছাড়া শোভন একজন মাদসেবী, মাদক ব্যাবসায়ী ও দুশ্চরিত্রবান লোক বলে অভিযোগে উলেখ করা হয়েছে। জাহিদুর রহমান অভিযোগ করে আরও বলেছেন, এর আগে করোনার লকডাউনের সময় বাগুডাঙ্গা গ্রামের রেজাউল সরদারের বাড়ী লকডাউনের ভয় দেখিয়ে ২ হাজার টাকা চাাঁদা নেয়াসহ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই ঘটনায় রেজাউল সরদার শোভন ও তার দুই সহযোগী পুলিশ হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামি ও “এশিয়ান টিভির” কালিয়া প্রতিনিধি উপজেলার চরডুমুরীয়া গ্রামের মৃত ফেলু শেখের ছেলে পারভেজ শেখ ও সরকারী গাছ চুরি মামলার আসামী “দৈনিক ভোরের ডাক” এর কালিয়া প্রতিনিধি কলাবাড়ীয়া গ্রামের ইখলাছ সরদারের ছেলে রিয়াজুল ইসলামের নামে নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। দক্ষিন যোগানীয়া গ্রামের রকিত শেখকে সাংবাদিকতার নামে ভয়ভীতি দেখানোর অভিযোগে শোভন ও তার ওইসব সহযোগীদের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি জিডি করেছেন। এর আগে শোভন ও তার ওইসব সহযোগীরা ক্যামেরা, মাইক্রোফোনসহ কমান্ডো ষ্টাইলে উপজেলার ফুলদাহ গ্রামের মোঃ আশরাফুল মোল্যার বাড়ীতে গিয়ে তার প্রবাসী জামাইকে জঙ্গিদের অর্থ যোগানদাতা হিসাবে উলেখ করে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা আদায় করাসহ দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। ওই ঘটনায় আশরাফুল মোল্যা কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া শোভনের ওইসব সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির আরও অভিযোগ রয়েছে। ওইসব গুরুতর অভিযোগ থেকে বারবার অদৃশ্য শক্তির বলে পার পেয়ে যাওয়ায় সাংবাদিক নামধারী শোভন ও তার সাংবাদিক নামধারী সামাজিক ক্রিমিনাল সহযোগীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে তিনি অভিযোগ করেছেন। সাংবাদিক নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজ প্রতারকদের সকল অপকর্মের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনসহ প্রতারণা মূলক ভাবে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনার বিচার ও দৃষ্টান্ত মূলক শান্তির দাবি করেছেন। অনুসন্ধানে জানা যায় শোভনের শিক্ষাগত যোগ্যতা ও প্রশ্নাতীত। নামধারী সাংবাদিক সাজিদুল ইসলাম শোভন ওইসব অভিযোগ অস্বীকার করলেও সন্তোষজনক জবাব দিতে পারেননি।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।