শুক্রবার বিকালে নেতাকর্মীদের সাথে নিয়ে আলতাপোল ৫ নং ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করে সকলের কাছে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হিসাবে দোয়া ও সমর্থন চান। মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ মিলন মিত্র বলেন,দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি ভোটারদের মাধ্যমে বিজয়ী হয়ে পৌরবাসীর কল্যাণে রাস্তাঘাটের উন্নয়ন সহ মসজিদ মাদ্রাসা ও পৌরবাসীর জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাব। এ সময় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আলতাপোল ৫নং ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বাস শহিদুজামান( শহিদ), পৌর আওয়ামীলীগের ৫ নংওয়ার্ডের সভাপতি জামাল উদ্দীন মোল্লা, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকুল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী অহেদুজামান (অহিদ), ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক,সাবেক সভাপতি মুকুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগে আহ্বায়ক আবুল বাশার খান,৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনজুরুল আলম, শ্রমিক নেতা শাহিন আলম, আমজাদ হোসেন, প্রমুখ, এ ছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ,কৃষকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।