নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ৬৫৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৪২ জন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশনে ২ জন, সদরে ৩ জন ও রূপগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৬ জন ও আক্রান্ত ২ হাজার ৩৮৯ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৫ জন ও আক্রান্ত ১ হাজার ৫১৭ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৮৭ ও মারা গেছেন ৪ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬০১ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৯৬ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন। জেলায় এই পর্যন্ত মোট ৪২ হাজার ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭০ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৬ হাজার ৩৫৩ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ২২৮ জন, সদর উপজেলার ১ হাজার ৪৬২ জন, রূপগঞ্জের ১ হাজার ২৩৬ জন, আড়াইহাজারের ৫৯০ জন, বন্দরের ২৭৩ ও সোনারগাঁয়ের ৫৬৪ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।