Logo
HEL [tta_listen_btn]

৫শ’ টাকার বন্ডে জামিন পেলেন  তিতাসের সেই ৮ জন

৫শ’ টাকার বন্ডে জামিন পেলেন  তিতাসের সেই ৮ জন

নিজস্ব সংবাদদাতা:
মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিতাস গ্যাস কোম্পানির ফতুল্লা জোনের আট কর্মকর্তা-কর্মচারীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান বলেন, দুই দিনের রিমান্ড শেষে তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে আদালতে পাঠায় সিআইডি। পরে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে ৫শ’ টাকার বন্ডে মামলার আগামী তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। তিতাসের ওই কর্মকর্তা-কর্মচারীরা হলেন, তিতাস গ্যাস কোম্পানির নারায়ণগঞ্জের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, সাহায্যকারী হানিফ মিয়া, ওয়েল্ডার ইসমাইল প্রধান। গত ৪ সেপ্টেম্বর রাতে বিস্ফোরণের ঘটনার পর ৭ সেপ্টেম্বর দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করে তিতাস। নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গত শনিবার ভোরে তিতাসের সাময়িক বরখাস্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা সিআইডি। এ মামলায় গ্রেফতার আরেক আসামি বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনের জিজ্ঞাসাবাদ চলছে। গত ৪ সেপ্টেম্বর রাতে বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উৎসারিত আগুন এবং তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদের অভ্যন্তরে জমা হওয়া গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে। বিস্ফোরণের ঘটনার পরদিন ৫ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা গাফিলতির অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com