রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু চোর সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর)রাতে উপজেলার তারাব পৌর ও রূপগঞ্জ সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। এইসময় আটককৃতদের কাছ থেকে ৩৭ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হল, উপজেলার তারাব পৌর এলাকার দেলোয়ার ভুইয়ার ছেলে বুলবুল কসাই, হরিনা এলাকার তমিজউদ্দীনের ছেলে মোকলেছ, আমজাদ হোসেনের ছেলে ফারুক খান, সাদেক মিয়ার ছেলে সজীব, রূপগঞ্জ সদর এলাকার হযরত আলীর ছেলে হাসান, নরসিংদীর জেলার রায়পুরা থানার মিঠাচর এলাকার হোসেন আলীর ছেলে সবুজ মিয়া। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সুলতানা কামাল সেতুর নীচে গরু চুরির টাকা ভাগ বাটোয়ারার সময় বুলবুল কসাই ও ফারুক খানকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এসময় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে হরিনা ও রূপগঞ্জ সদর এলাকা থেকে বাকিদের গ্রেফতার করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।