নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নগরীর ২নং রেলগেইটে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড আবু হাসনাত শহীদ মো. বাদলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, খবির উদ্দিন, গোলাম রসুল, সাবেক মহিলা সাংসদ এড. হোসনে আরা বাবলি, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ, ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল প্রমুখ। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হাই বলেন, ৭৫ এরর ১৫ আগস্টের খুনীরা এদেশকে মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছিলো। এদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছিলো তারা। সেখান থেকে দেশকে আজকে উন্নয়নের পথে হাটাচ্ছেন আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আজকে তার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে যুদ্ধাপরাধীসহ জাতির জনকের খুনীদের বিচার করা সম্ভব হয়েছে। যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো তাহলে আজকে দেশ ইউরোপ আমেরিকাতে রূপ নিতো। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই তার স্বপ্ন পূরণের লক্ষ্যে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আজকে তার জন্মদিনে আমরা নেক হায়াত কামনা করি যাতে করে তিনি জাতির জনকের অপূর্ণ স্বপ্ন পূরণ করে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।