Logo
HEL [tta_listen_btn]

ছাত্রদল নেতা ফাহিম হোসেন উদ্ধগে জাকির খানের জম্মদিন পালন

ছাত্রদল নেতা ফাহিম হোসেন উদ্ধগে জাকির খানের জম্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা:
নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ৪৭তম জন্মদিন উপলক্ষ্যে সরকারি তোলামর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলে ১নং সদস্য  ফাহিম হোসেন এর  উদ্ধগে
দোয়া মাহফিল ও আলোচনা সভা ও  আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান এবং জাকির খানের
সু স্বাস্হ্য কামনা করা হয়। সোমবার (২৮সেপ্টেম্বর) বিকেলে ৫টায় ফতুল্লা কোতালের বাগ ৫নং ওয়ার্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। মিলাদ ও দোয়া শেষে  বিকেল জাকির খানের  জন্মদিন উপলক্ষ্যে  কেক কেটে দিনটি উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন    নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি নাজির আহমেদ। আরো উপস্থিত ছিলেন পলন্ট থানা ছাত্রদলে  সাবেক সাধারন সম্পাদক  মাহামুদুল হক জামিল. জেলা যুবদলের নেতা এল. কে. রনি. ফতুল্লা থানা ছাত্রদলে  আহব্বায়ক  জিয়াউর  হক  জিয়া  জেলা ছাত্রদলে  যুগ্ন সম্পাদক  রাকিব হাসান রাজ প্রমুখ । উল্লেখ্য যে ১৯৭৩ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম গ্রহন করেন জাকির খান, তিনি নারায়নগঞ্জের দানবীর মোঃ দৌলত খানের দ্বিতীয় সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com