Logo
HEL [tta_listen_btn]

ছাত্রদল নেতা লিংরাজ খানের উদ্যোগে জাকির খানের জন্মদিন পালন

ছাত্রদল নেতা লিংরাজ খানের উদ্যোগে জাকির খানের জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি জাকির খানের ৪৭তম জন্মদিন দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পশ্চিম দেওভোগ এলএনএ রোড এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন। মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সদর থানার ছাত্রদলের সদস্য সচিব শাহ্ মোয়াজ্জেম হোসেন খান (লিংরাজ) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ইরফান ভূঁইয়া, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সজীব, কার্যকরি সদস্য মো. সাব্বির, সদর থানা ছাত্রদলের সদস্য দুলাল মিয়া, ১৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল মামুন, ১৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা আলিফুল ইসলাম সীমান্ত, মো. চাহাত, মো. সানজিত, আলমগীর হোসেন, মো. মীম, সোহান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মো. আরজু মিয়া, আলমগীর সিকদার প্রমুখ। দোয়া মাহফিল শেষে কেক কেটে জাকির খানের জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com