রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ট্রলারে নারী দিয়ে অসামাজিক কাজে নারী সহ ২২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে র্যাব সদস্য ১১। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে কাউসার আলমের আদালতে ২২ জন আসামীকে পুলিশ উঠালে ৫০০ টাকা বন্ডে জরিমানা প্রদান করে আমাসীদের জামিন মঞ্জুর করেন। এ মামলার আসামীর মধ্যে ৬ জন হলো নারী এবং ১৬ জন পুরুষ । মোট আসামী ২২ জন। আসামিরা হলো- ফয়সাল (২০),উজ্জ্বল মিয়া (২১), আতিকুর রহমান. (১৯),সোহেল মিয়া (২৮),আক্তার হোসেন (২৩),মোকসেদুল (২০), সোহাগ (১৮), মোক্তার হোসেন (২২),সিয়াম (১৮), সোহেল রানা (১৯),আলী হোসেন (২১), সাকিব (১৮), মাকসুদুর রহমান মুবিন (১৮), আব্দুর রহমান (১৯),রমান মিয়া (২০),বাচ্চু মিয়া (৪৫),পাখি (২০), আসমা (২০), আখিঁ (২৬), নুসরাত জাহান (১৮), স্বর্ণা ইসলাম (১৮),জেরিন আক্তার (২০)। এ বিষয়ে কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২২ জন আসামীর জামিন হয়ে গেছে ৫০০ টাকা বন্ড প্রদান করে। এ মামলার এজাহার থেকে জানা যায় ,গত ২৮ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার শিমুলিয়া টলারঘাট এর জনৈক বাচ্চু মিয়ার মালিকাধীন ইঞ্জিল চালিত ট্রলারে পুরুষ ও নারীরা অসামাজিক কার্যক্রম করে থাকে। সে ট্রলারে উচ্চস্বরে নাচ গান করে থাকে ট্রলারে থাকে নারী পুরুষরা । এত অতিষ্ট হয়ে পরে আশেপাশে থাকা লোকজন। নাচগান চলাকালে গত ২৯ সেপ্টেম্বর ট্রলারে অবস্থান করা ২২ জন তরুন তরুনীকে গ্রেপ্তার করে ৩৪ ধারা একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।