রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভ’ইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা কৃষি অফিসার ফাতেহা নুর প্রমুখ। সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সকলকে জানতে হবে । শুধু সচেতনতার অভাবে অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও কেক কাটা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।