নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে সারাদেশে নারীদের উপর ধর্ষন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে প্রীতিলতা ব্রিগেড। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ এর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়ার মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন প্রীতিলতা ব্রিগেড এর যুগ্ম আহবায়ক চিত্রা ঘোষ পরমা ও জ্যোতি সাহা। যোহেব আহনাফ তীব্রের সঞ্চালনায় ও সংহতি ঘোষ পরমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষী চক্রবর্তী, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারন সম্পাদক শিশির চক্রবর্তী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ বণিক, বিপ্লবী ছাত্র সংহতির আহবায়ক তিথি সুবর্না। অনুষ্ঠান শেষে সংহতি ঘোষ পরমাকে আহবায়ক ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির যুগ্ম আহবায়ক হলেন মীম আক্তার মায়া, জ্যোতি সাহা, ইসরাত জাহান নুহা ও চিত্রা ঘোষ পরমা। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মেহেরীন মাশরী, কণা বর্মণ, জাকারিয়া সুলতানা প্রীতি, নুরজাহান আক্তার মীম, মুমতাহিনা রহমান, হাসিবা আক্তার, অন্তরা সাহা, নাজিফা তাবাসুম ইল্লিন, সুফিয়া জাহান মুনা, সবনীল অর্পা, তিশা দাশ ও অথৈ মীম।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।