Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে গ্রামীণ সড়ক  রক্ষণাবেক্ষণ মাস পালিত

আড়াইহাজারে গ্রামীণ সড়ক  রক্ষণাবেক্ষণ মাস পালিত

বিশেষ সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস পালন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২, আসনের এমপি নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ অঞ্চল এলজিইডি’র তত্ত¡াবধায়ক প্রকৌশলী অনীল চন্দ্র বমণ। স্থানীয় ঝাউগড়া এলাকায় বৃহম্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আড়াইহাজার উপজেলার (এলজিইডি)। নারায়ণগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মুহাম্মদ নাশির উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী সৈয়দ রেজাউল করিম, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। উপজেলা এলজিইডি’র সূত্রে জানা গেছে, দপ্তরের আওতায় ৬৯৫টি গ্রামীণ সড়কে ৮০৬ কিলোমিটার সড়ক মির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৪৫০ কিলোমিটার পাকা ও ৩২৫ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। রক্ষণাবেক্ষণ মাসে প্রায় ১০ কিলোমিটার সড়ক এলসিএস নারী কর্মী দ্বারা রক্ষণাবেক্ষণ বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com