নিজস্ব সংবাদদাতা:
নর্দমায় কাদা পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, রাত ৮.৫৫ মিনিট সময় ৯৯৯ থেকে ফোন করে জানা যায়, নারায়ণগঞ্জ গলাচিপা এলাকায় নর্দমায় কাদা পানিতে একজন লোক ডুবে গেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে স্টেশন অফিসারের নেতৃত্বে নদী ফায়ার স্টেশনের ডুবুরি টিম সহ ঘটনাস্থলে পৌঁছায়। পুরে ডুবুরি ইউনুসের দীর্ঘ ২ঘন্টার চেষ্টায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মো: আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, যাওয়ার পথে ওই ব্যক্তি পড়ে নর্দমায় কাদা পানিতে তলিয়ে গিয়েছিল। পরে খবর পেয়ে ২ ঘন্টার চেষ্টায় পর লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।