নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেছেন, করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলা, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে ইমামগণ অনেক ভূমিকা রাখতে পারেন। শনিবার (৩ অক্টোবর) ইমাম প্রশিক্ষণ একাডেমীর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ৫ দিনব্যাপী ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো: লুৎফর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক আনিসুজ্জামান সিকদার।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।