বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে বন্ধুদের সাথে শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জুনায়েদ (৮) নামে এক শিশুর র্মমান্তিক মৃত্যু হয়েছে। গত ৩রা অক্টোবর শনিবার সকাল ১০টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এ ঘটনাটি ঘটে। নিহত জুনায়েদ বন্দর থানার শান্তিনগর এলাকার রিক্সা চালক সুজন মিয়ার ছেলে বলে জানা গেছে। নিহত শিশুর পরিবার গনমাধ্যমকে জানিয়েছে, গত শনিবার সকাল ১০টায় দিনমজুর সুজন মিয়ার ছেলে জুনায়েদ তার বন্ধুদের সাথে গোসল করতে শীতলক্ষা নদীতে যায়। পরে জুনায়েদ সাঁতার না জানার কারনে গভীর পানিতে তলিয়ে যায়। পরে লোক মারফতে সংবাদ পেয়ে পরিবারের লোকজনরা শীতলক্ষা নদীতে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে মুমুর্ষ অবস্থায় শিশু জুনায়েতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শিশু জুনায়েদের মৃত্যুকে উক্ত এলাকায় শোকে মাতম বইছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।