সোনারগাঁ সংবাদদাতা:
জেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলার পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল হাই, সোনারগাঁ উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এড. নুরজাহান বেগম, বিজিবিসহসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। সভায় জেলার সন্ত্রাস, নাশকতা কর্মকান্ড প্রতিরোধ, মামলা, বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশু নির্যাতন দমন ও উন্নত শিক্ষা পর্যবেক্ষন, গ্যাসসহ জেলার উন্নয়ন মূলক কামকান্ডের বিষয়ে আলাপ-আলোচনা করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।