Logo
HEL [tta_listen_btn]

৩শ’ শয্যা হাসপাতালের অবস্থা করোনার চেয়েও করুণ ——————-সেলিম ওসমান

৩শ’ শয্যা হাসপাতালের অবস্থা করোনার চেয়েও করুণ ——————-সেলিম ওসমান

 

নিজস্ব সংবাদদাতা
শহরের খানপুর এলাকায় অবস্থিত কোভিড ডেডিকেটের নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের (করোনা হাসপাতাল) অবস্থা করোনার চেয়েও করুণ মন্তব্য করেছেন সাংসদ সেলিম ওসমান। রোববার (১১ অক্টোবর) বিকেলে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন একটি ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় করোনা হাসপাতাল প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর-বন্দর) এই সাংসদ স¤প্রতি হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরে দাড়িয়েছেন বলেও জানান। তিনি বলেন, করোনা হাসপাতাল বানিয়ে এখন সাধারণ রোগীদের সমস্যা হচ্ছে। সাধারণ রোগের চিকিৎসা নিতে পারছে না মানুষ। এটা করোনার চেয়েও করুণ অবস্থা বলে আমার কাছে মনে হয়। একটা মানুষের মাথা ধরলে, স্ট্রোক করলে হাসপাতালে যেতে পারছেন না। শুধুমাত্র করোনা রোগীদের হাসপাতাল হয়ে গেছে। যাদের করোনা হচ্ছে তারা নিজেরাও গোপণ করছে। এসব কারণে আমি সভাপতির পদ থেকে সরে দাড়িয়েছি। এছাড়া ওখানে যেসব কীর্তিকান্ড ঘটেছে সেসব আগেও বলেছি। তিনি বলেন, খানপুরের ৩শ’ শয্যা হাসপাতালের আমি সভাপতি ছিলাম। করোনার চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ৩শ’ শয্যা হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরিত করেছিলাম। কিন্তু এক পর্যায়ে দেখা গেল ১৩০ জন ডাক্তার-নার্স আর রোগীর সংখ্যা ১১ জন। টেস্টের জন্য হুমড়ি খেয়ে পড়তো। সেখানে এখন টেস্ট করানোর মানুষ খুঁজে পাওয়া যায় না। বর্তমানে আমি ওখান থেকে পদত্যাগ করেছি। কারণ একটাই, মানুষের সেবা না করতে পারলে সভাপতি পদে থেকে লাভ নেই। আমার নারায়ণগঞ্জের মানুষ যেন সুচিকিৎসা পায় সেজন্য সরকার যেন সহযোগিতা করে এটাই কামনা। সেলিম ওসমান বলেন, একটা সময় অস্ত্র বানানোর জন্য, মানুষ মারার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি খরচ হতো। এখন মানুষ বাঁচানোর জন্য সবচেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে। কীভাবে করোনার ভ্যক্সিন তৈরি করা যায় সেটা নিয়ে সারাবিশ্বে কাজ চলছে। অন্যান্য রোগের মতো হয়তো এই রোগেরও ওষুধ পাবো বলে আশা করছি। সংসদ বলেন, হিংসা, বিভেদ, পায়ে পাড়া দিয়ে ঝগড়া, অপরাজনীতি যাতে নারায়ণগঞ্জে না হয় সেজন্য মানুষের সহযোগিতা চাই। প্রত্যেকে সম্মিলিতভাবে কাজ করলে নারায়ণগঞ্জের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অটো প্রমোশন প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, অনেকেই অটো প্রমোশন পেয়ে খুশি। কিন্তু এভাবে মেধা কার কতটুকু সেটা বের করা কঠিন। সরকার যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সঠিক পদক্ষেপ না নেয় তাহলে মেধাসম্পন্ন শিক্ষার্থীরা অবমূল্যায়িত হবে। অনলাইন কিংবা অফলাইন যেভাবে হোক একটি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় শিক্ষার দিক থেকে একটা গ্যাপ তৈরি হবে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রামারবাগ এলাকায় নারায়ণগঞ্জের প্রথম এলপিজি ষ্টেশন ‘তাজ এলপিজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি খবির উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com