ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মেয়াদোত্তীর্ণ রং, অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে ফুড ল্যান্ড বেকারীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফতুল্লার শান্তিধারা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ফতুল্লার ফুড ল্যান্ড বেকেরীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ফুড ল্যান্ড বেকারী নোংরা পরিবেশে, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন রং ব্যবহার করে তাদের খাদ্যপণ্য তৈরি করছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা ও ৪৩ ধারা অনুযায়ী ফুড ল্যান্ড বেকারীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।