বন্দর সংবাদদাতা :
নারায়ণগঞ্জের বন্দরে ১শ’ গ্রাম গাঁজাসহ আতিক (২৬) নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। গত শনিবার (১৭ অক্টোবর) রাতে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকায় গাঁজা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মোশারফ বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২১(১০)২০। আটককৃত মাদক ব্যবসায়ী আতিক সোনাকান্দা এলাকার মৃত আতাউল হক মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক মোশারফ গনমাধ্যমকে জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ী আতিক দীর্ঘ দিন ধরে উক্ত এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকস্পটে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।