Logo
HEL [tta_listen_btn]

শেখ রাসেলের জন্মবার্ষিকী শিশুদের নিয়ে কেক কাটলেন ডিসি

শেখ রাসেলের জন্মবার্ষিকী শিশুদের নিয়ে কেক কাটলেন ডিসি

নিজস্ব সংবাদদাতা :
শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। রোববার (১৮ অক্টোবর) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কেক কাটেন তিনি। এর আগে রচনা, আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৭ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, সহকারী কমিশনার মোহাম্মদ নূর-এ আলম, উম্মে সালমা নাজনীন, নারায়ণগঞ্জ জেলা শিশু একাডেমির কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com