শহর সংবাদদাতা :
ভবিষ্যতের কথা চিন্তা করে রোজগারের একটি অংশ তারা রাখতেন সম্মিলিত সঞ্চয় সমিতিতে। মাসিক কিংবা দীর্ঘমেয়াদী সঞ্চয় হিসেবে টাকা জমা করতেন। আড়াই হাজার গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন সমিতির মালিক রমজান আলী। দেড় মাস যাবত নানা চেষ্টা চালিয়েও খোঁজ মেলেনি তার। উপায় না দেখে কষ্টার্জিত টাকা ফেরত পাবার আশায় রাস্তায় এসে দাড়িয়েছেন গ্রাহকরা। রোববার (১৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে এই সমিতির কয়েকশ গ্রাহক। তাদের অভিযোগ, নগরীর বাবুরাইল বউবাজার এলাকায় সম্মিলিত সঞ্চয় তহবিল নামে একটি সমিতি গড়ে ওঠে। এই সমিতির আড়াই হাজার গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন রমজান আলী। গ্রাহকদের পাওনা টাকা ফেরত দেবার কথা বলে হয়রানি করছেন তিনি। গত দেড় মাস যাবত কয়েক দফায় রমজান আলীর বাড়ি ঘেরাও, বিক্ষোভ করেও কোনো লাভ হয়নি। গ্রাহকরা জানান আর্থিক মুনাফা লাভের আশায় বিভিন্ন এলাকার প্রায় আড়াই হাজার মানুষ নগদ অর্থ বিনিয়োগ করেছেন এই সমিতিতে। মাসিক ভিত্তির সঞ্চয়, দীর্ঘমেয়াদি সঞ্চয় (ডিপিএস) ও দুই থেকে দশ বছর মেয়াদে (এফডিআর) মোটা অংকের অর্থ বিনিয়োগ করেছেন তারা। সর্বনি¤ তিন লাখ থেকে শুরু করে পাঁচ লাখ ও দশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন কেউ কেউ। গ্রাহকদের অধিকাংশই নারী। সারা জীবনের সঞ্চয় ও জমি বিক্রি করে বিনিয়োগ করেছেন তারা। তবে কোন ধরণের লাইসেন্স বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘ আঠারো বছর যাবত অবৈধভাবে সমিতি পরিচালনা করে আসছেন মালিক রমজান আলী। তাতীপাড়া এলাকার বাসিন্দা মনি আক্তার বলেন, তার সাড়ে তিন লাখ টাকার সঞ্চয় রয়েছে ওই সমিতিতে। এই টাকা ফেরত চাইলে গড়িমসি করে রমজান আলী। করোনাকালীন সময়ের শুরুর দিকে সমিতির কার্যক্রম বন্ধ রেখে আত্মগোপনে চলে যায়। মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও তাকে পাওয়া যাচ্ছে। তিনি বলেন আমার মতো অনেক মানুষের টাকা দিয়া বাড়ি করছে, জমি কিনছে, ব্যবসা করতাছে। আমাদের টাকা মাইরা খাইয়া সে এখন কোটিপতি। আমরা বেশি কিছু চাই না। খালি কষ্টের টাকাগুলা ফেরত পাইলেই হইবো। মানবন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীদের সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র বিভা হাসান ও সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী মো: নুরুদ্দিন। এ ব্যাপারে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্যানেল মেয়র বিভা হাসান বলেন এ ব্যাপারে ভুক্তভোগী গ্রাহকদের পাশে তিনি আছেন এবং থাকবেন। তাদেরকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন এই নারী জনপ্রতিনিধি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।