নিজস্ব সংবাদদাতা :
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে রবিবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ কোস্ট গার্ডের সহায়তায় মেঘনা নদী থেকে ৬ জেলেকে আটক ও দেড় লাখ মিটার টোনাজাল জব্দ করেছে সোনারগাঁও উপজেলা মৎস্য অফিস কর্মকর্তারা। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জেলেকে ১ সপ্তাহ করে কারাদন্ড দেয়া হয় এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাল ফেলে ইলিশ মাছ শিকারের অপরাধে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকা থেকে দেড় লাখ মিটার টোনা জালসহ ইমরান, ইব্রাহিম, রাশেদ, রামিজ, হাবিবুর ও মাসুদ রানা নামের ৬ জেলেকে আটক করা হয়েছে। পরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুনের নেতৃত্ব ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ জেলেকে ১ সপ্তাহ করে কারাদন্ড দেয়া হয় এবং জব্দকৃত জালগুলোকে পুড়িয়ে দেয়া হয়। তিনি আরো জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য মা ইলিশের প্রজনন নিশ্চিত করে চলতি মাসের ১৪ তারিখ থেকে টানা ২২ দিন ইলিশ মা ধরা, সরবরাহ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।