সোনারগাঁ সংবাদদাতা:
দেয়ালচাপায় সোনারগাঁয়ের এক স্টিল মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) গভির রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত ওই শ্রমিকের নাম আয়নাল হোসেন (৪০)। সে সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে ওই মিলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত বুধবার সকালে প্রতিদিনের মতো কাজে যোগদেন আয়নাল। দুপুরে নিচে নামার সময় তার ওপর দেয়াল ভেঙে পড়ে। মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।