সুনামগঞ্জ সংবাদদাতা :
আজ ২৪ অক্টোবর,রোজ শনিবার দুপুর হইতে সন্ধা পর্যন্ত ২০২০ খ্রি. তারিখে, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার, এস আই আরাফাত, কনস্টেবল ফয়সাল,ও জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধিঃমোস্তাফিজুর রহমান বাবু। এ সময় ফতেপুর ইউপি সদস্য অরুণ কান্তি দাস, সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফতেপুর ইউনিয়নের ফতেপুর পুর্জা মন্ডপ, খলাচানপুর পশ্চিম পুর্জা মন্ডপ, নয়াবারুংকা ছোট বাড়ি ও বড় বাড়ি পুর্জা মন্ডপ,সি মহিত পুর্জা মন্ডপ, পৃর্ব খালচাঁনপুর পুর্জা মন্ডপ সহ বিভিন্ন পুর্জা মন্ডপ পরিদর্শন করেন। প্রতিটি এলাকায় নৌকায় করে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ওসি সুরঞ্জিত তালুকদার । কোভিড ১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার সাথে পূজা উদযাপনের জন্য বলেন। এ সময় মন্ডপের পূজারী বৃন্দকে নির্দেশনা দেয়া হয়- বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিটি পুর্জামন্ডপে পুলিশ,আনসার ও গ্রাম পুলিশ সহ সকল নিরাপত্তা ব্যবস্থা করা হইছে, বিভিন্ন পুর্জা মন্ডপির সভাপতি সাথে কথা বলার পর, অনারা বলেন অন্য বছরের তুলনায় এ বছর কড়া নিরাপত্তা ব্যবস্থা করাই আমরা ভালো ভাবে পুর্জা উদযাপন করতে পারবো। ওসি সুরন্জিত তালুকদার বলেন পুর্জা মন্ডপে কোনো প্রকার সমস্যা হলে অতি তাড়াতাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার আহবান জানান তিনি। এ বছর বিশ্বম্ভরপুর উপজেলায় মোট ২৯টি মন্ডপ এবং ফতেপুর ইউনিয়নে ১৮ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।