বন্দর সংবাদদাতা
পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাওায়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের বন্দরের লক্ষণখোলা এলাকায়। ফলে ড্রেনের ওপর জমে থাকা ময়লা পানি পাড়িয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার পথচারী ও এলাকাবাসী। এলাকাবাসী জানান, ময়লা-আবর্জনা, পলিথিন এবং পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ আটকে ড্রেনগুলো জ্যাম হয়ে আছে । পরিস্কার না করায় ড্রেন দিয়ে পানি সরতে পারছেনা। ফলে দীর্ঘদিন ধরে ড্রেনের ওপর ময়লা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই ময়লা পানি পাড়িয়েই প্রতিদিন যাতায়াত করছে এলাকাবাসী। এতে পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। লক্ষণখোলা এলাকার আবুল হোসেন জানান, নাসিক এর ২৫নং ওয়ার্ডের সোমবারিয়া বাজার হয়ে খলিল শাহ’র মাজার ঘেষে একটি ড্রেন লোকালয়ে প্রবেশ করেছে। ড্রেন পরিস্কার না করায় সারা বছর ড্রেনের ওপর পয়বর্জ্যসহ ময়লা পানি আটকে থাকার ফলে, ময়লা আবর্জনাময় পানির দুর্গন্ধ আশপাশের বাড়ি ঘরে ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধে ঘরে থাকা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। স্থানীয় কাউন্সিলরকে বার বার অনুরোধ করার পরও ড্রেন পরিস্কারের উদ্যোগ নিচ্ছেননা তিনি। বাধ্য হয়েই পঁচা দুর্গন্ধযুক্ত ময়লা পানি পাড়িয়ে যাতায়াত করছে বাসিন্দারা। এতে চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এ ব্যাপারে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেনের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।