রূপগঞ্জ সংবাদদাতা :
নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলের বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। । চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। নিহত আরও দুই শ্রমিক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে মোঃ শাকিল (২০) ও কুড়িগ্রামের নাগেশ্বরি উপজেলার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)। বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাকিল ও আবু সিদ্দিক নামক আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এনিয়ে এ ঘটনায় মোট মৃত্যু হয়েছে ৪ জন শ্রমিকের। এই বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক রফিক মিয়া (৪৫) ও রাজু (৪০) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে মিজানুর রহমান (৪২) ও শুক্রবার বিকেলে শেখ শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিম (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।