নিজস্ব সংবাদদাতা:
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সবগুলি রোটারি ক্লাব যৌথভাবে র্যালি করেছে। গতকাল রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল থেকে এ র্যালি শুরু করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রোটারি গভর্নর রুবায়েত হোসেন, পিডিজি এস এম এ শওকত, রোটির ডিস্ট্রিক্ট রিজিওনাল সেক্রেটারি আব্দুল্লাহ আল হোসেন বাপ্পী, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট সাইফুর রহমান। র্যালি শুরুর আগে জেলা প্রশাসক বলেন, সরকারের উদ্যোগ ও রোটারিসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতা ও জনসচেতনতামূলক কর্মকান্ডের কারণে বাংলাদেশে এখন পোলিওর প্রকোপ নেই বললেই চলে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।