মোঃ জিহাদুল ইসলাম. কালিয়া (নড়াইল)সংবাদদাতা :
নড়াইলের কালিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ও আনন্দ মিছিল করার ঘোষনা দেয়ায় কালিয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা এ আদেশ দেন। ২৭ অক্টোবর (মঙ্গলবার) ইউএনও স্বারীত পরিপত্রে বলেন, যেহেতু কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের সাবেক কমিটি ও বর্তমান কমিটি একই স্থানে সভা সমাবেশের আয়োজন করেছে তাই তাদের সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে। সর্ব সাধারণের নিরাপত্তা নিশ্চিত কল্পে কালিয়া পৌর এলাকায় সকাল ১১ ঘটিকা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারীর আদেশ দেন। গত ২২ অক্টোবর এফ এম সোহাগ কে সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা এবং এম এম তানভিরুল ইসলামকে সভাপতি এবং প্রশান্ত কুমার দাশকে সাধারন সম্পাদক করে কালিয়া পৌর শাখা ছাত্রলীগের ১ বছর মেয়াদী কমিটি ঘোষনা করে জেলা ছাত্রলীগ। ২৩ অক্টোবর ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে তা বাতিলের বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুদ্ধ ও পদ বঞ্চিত নেতাকর্মীরা। পরে মোঃ ইয়ামিন বিশ্বাসকে সভাপতি ও মহিবুল ইসলাম অনিককে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা শাখা এবং নিয়ামত হোসেন প্রাপ্ত কে সভাপতি এবং রাইসুল ইসলাম হৃদয়কে সাধারণ সম্পাদক কালিয়া পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা করেন বিক্ষুদ্ধ ও পদ বঞ্চিতরা। উভয় গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে কালিয়া পৌর এলাকায় কমিটি ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাতে আনন্দ মিছিল ও র্যালীর ঘোষণা দেয়া হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।