Logo
HEL [tta_listen_btn]

বন্দরে ঐতিহাসিক জশনে জুলুসের  শোভা যাত্রা অনুষ্ঠিত

বন্দরে ঐতিহাসিক জশনে জুলুসের  শোভা যাত্রা অনুষ্ঠিত

বন্দর সংবাদদাতা:
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বন্দরে ঐতিহাসিক জশনে জুলুসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় মঙ্গলবার ২৭ অক্টোবর (৯ রবিউল আউয়াল) সকাল সাড়ে ১০টায় বন্দরের মদনগঞ্জ বটতলা হইতে উক্ত জশনে জুলুসের শোভাযাত্রাটি বের হয়। পরে শোভা যাত্রাটি ঐতিহাসিক কদমরসূল দরগাহ শরীফ প্রাঙ্গনে এসে মিলাদ ও আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শোভা যাত্রাটি সমাপ্ত করা হয়। পবিত্র জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) শোভাযাত্রায় নেতৃত্ব দেন পীরে তরিকত রহনুমায়ের শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ¦ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মাঃ জিঃ আঃ)। শোভা যাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ তাহের শাহ। শোভা যাত্রায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ, বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগরসহ শত শত আশেকান ও ভক্তবৃন্দ। জুলুস মোবারককে কেন্দ্র করে বন্দরে মদনগঞ্জ বটতলা থেকে শুরু করে প্রধাণ প্রধাণ সড়কে তোড়ন নির্মান, ব্যানার, ফেষ্টুন, পোষ্টার, লিফলেট ও মাইকে প্রচারণাসহ সকল প্রস্তুতি গ্রহন করা হয়। জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খান গনমাধ্যমকে জানান, ১৯৭৫ সালে বন্দরে সর্বপ্রথম দয়াল নবী (সাঃ) এর আগমন উপলক্ষে জশনে জুলুস শোভাযাত্রা বের হয় মদনগঞ্জ বটতলা (আসাদ প্রধানের চেম্বার) এলাকা থেকে। তৎসময়ে জশনে জুলুস শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশের অন্যতম ইসলামিক চিন্তাবিদ, জামানায়ে মুজাদ্দেদ আবু নসর সৈয়র মোহাম্মদ আবেদ শাহ আল মাদানী (মাঃ জিঃ আঃ)। সেই থেকে প্রতি বছর বন্দরের মদনগঞ্জ থেকে জশনে জুলুস শোভাযাত্রা বের হয়ে ঐতিহাসিক কদমরসূল দরগাহ শরীফ প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে পালিত হয়ে আসছে। ৯ রবিউল আউয়াল বন্দরে এবং ১২ রবিউল আউয়াল নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জস্থ বায়তুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গন হতে দেশের সর্ব প্রাচীন ও বৃহৎ জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) শোভাযাত্রা বের হয়। জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খান গনমাধ্যমকে জানায়, ১৯৭৫ ইং সালে বন্দরে সর্বপ্রথম দয়াল নবী (সাঃ) এর আগমন উপলক্ষে জশনে জুলুস শোভাযাত্রা বের হয় মদনগঞ্জ বটতলা (আসাদ প্রধানের চেম্বার) এলাকা থেকে। তৎ সময়ে জশনে জুলুস শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশের অন্যতম ইসলামিক চিন্তাবিদ, জামানায়ে মুজাদ্দেদ আবু নসর সৈয়র মোহাম্মদ আবেদ শাহ আল মাদানী (মাঃ জিঃ আঃ)। সেই থেকে প্রতি বছর বন্দরের মদনগঞ্জ থেকে জশনে জুলুস শোভাযাত্রা বের হয়ে ঐতিহাসিক কদমরসূল দরগাহ শরীফ প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com