মোঃ জিহাদুল ইসলাম- কালিয়া সংবাদদাতা :
নড়াইলের কালিয়ায় মারত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মোঃ বাবর আলী। সে উপজেলার বৃহাছলা গ্রামের তারা মিয়ার ছেলে এবং দৈনিক জন্মভুমি পত্রিকার কালিয়া প্রতিনিধি ও জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পেশাগত দায়িত্ব পালন কালে উপজেলার নড়াগাতী থানার যোগানীয়া-ডুমুরিয়া মাদ্রসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভুগী সুত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক একটি ইজি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে বাবর আলী রাস্তার নীচেয় পড়ে গিয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা নড়াগাতীতে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।